Abhishek Banerjee: ট্রাক্টরে চেপে জনসংযোগ যাত্রা শেষে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক
🎬 Watch Now: Feature Video
জনসংযোগ যাত্রায় এসে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তারকেশ্বর মন্দিরে অভিষেক আসেন 4টে 55 মিনিটে । 5টা 10 মিনিট নাগাদ পুজো দিয়ে বেরিয়ে যান মন্দির চত্বর থেকে। বাবা তারকনাথের কাছে অভিষেকের নামে পুজো দেন পুরোহিতরা। এদিন তারকেশ্বর মন্দিরে তিনজন পুরোহিত পুজো দেওয়ার দায়িত্বে ছিলেন। ফল-ফুল, মালা দিয়ে বাবার পুজো দেন তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'। তবে মন্দির বন্ধ থাকার কারণে গর্ভগৃহে ঢুকতে পারেননি তিনি। তারকেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে অভিষেকের সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন ও অসীম পাত্র। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেওয়ার বিষয়টি সামনে আসতেই মন্দির চত্বর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ৷ পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলে চেকিং ৷ সোমবার জাঙ্গিপাড়া থেকে সিঙ্গুরের উদ্দেশে জনসংযোগ যাত্রা করেন অভিষেক। সিঙ্গুরে ভোলার মাঠে তাঁবুতে রাত কাটান তৃণমূলের যুবরাজ। সেখানে থেকেই কাশি বিশ্বনাথ সেবা সমিতির তারকনাথ কোল্ড স্টোরেজ থেকে ট্রাক্টরে চেপে মিছিল শুরু করেন তিনি। গাড়ি করে তারকেশ্বর রাজবাড়ির মাঠে নামেন ৷ সেখান থেকে পায়ে হেঁটে মন্দিরে পুজো দেন অভিষেক। মন্দিরের পুরোহিত অমিতাভ হাজরা বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় পূজো দেওয়ার জন্য মন্দিরের যা নিয়ম সেই পদ্ধতিতেই ব্যবস্থা রাখা হয়েছে।"