Jadavpur Student Death: চোখের সামনে ঝাঁপ স্বপ্নদীপের ! ভয়ঙ্কর অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া
🎬 Watch Now: Feature Video
সময় যত এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে ৷ ইতিমধ্যেই স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ ৷ বুধবার রাতে যখন হোস্টেলের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন স্বপ্নদীপ তখন সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েরই গবেষক পড়ুয়া হাসান গায়েন ৷ যাঁর চোখের সামনেই হয়েছে সেই ঘটনা ৷ তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, ঠিক ওই সময়ে কী দেখেছিলেন তিনি ৷ হাসান বলেন," আমি নীচে পরিবারের সঙ্গে কথা বলছিলাম ৷ একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম ৷ সামনে একজন কে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, মিটিং হচ্ছে ৷ এর কিছু পরে আওয়াজটা আরও জোরে শুনতে পাই ৷ বিষয়টা কী বোঝার আগেই দেখি, একটি ছেলে যেভাবে পুকুরে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয় ৷ ঠিক সেইভাবে ঝাঁপ দিল ৷ তখন ওর পরনে কিছু ছিল না ৷ আমি দেখে সঙ্গে সঙ্গে অন্যান্যদের ডাকি ৷ তারপর হাসপাতালে নিয়ে যাই ৷" ব়্যাগিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন ৷ নদিয়ার বগুলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন স্বপ্নদীপ। বাংলা বিভাগের স্নাতকে প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি ৷ বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ-2 ব্লকের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁকে ৷ বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের আবাসিকদের বিরুদ্ধে ৷ তদন্ত করছে পুলিশ ৷