Accident in Baidyabati: বৈদ্যবাটিতে গাড়ির ধাক্কায় আহত তারকেশ্বর পূণ্যার্থী - গাড়ির ধাক্কায় আহত তারকেশ্বর জলযাত্রী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 7, 2023, 2:06 PM IST

গাড়ির ধাক্কায় আহত তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যাওয়া পূণ্যার্থী ৷ আহতের নাম পিন্টু মণ্ডল (40) ৷ রবিবার বৈদ্যবাটির জিটিরোড এলাকার ঘটনা ৷ আহত পিন্টু মণ্ডল কলকাতার বেলঘড়িয়ার রথতলা এলাকার বাসিন্দা ৷ 

জানা গিয়েছে, এদিন বৈদ্যবাটি ঘাট থেকে জল নিয়ে হেঁটে তারকেশ্বর শিব মন্দিরে ঢালতে যাচ্ছিলেন ওই ব্যক্তি ও তাঁর কয়েকজন বন্ধু ৷ দীর্ঘ সময় হেঁটে যাওয়ার ফলে তিনি অসুস্থ হয়ে যান ৷ ফলে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন জিটিরোডের পাশে বিএস পার্কে ৷ সেই সময়েই হঠাৎই একটি দুধের গাড়ি ধাক্কা মারে তাঁকে ৷ বড়সড় দুর্ঘটনা না ঘটলেও মাথায় আঘাত লাগে ওই ব্যক্তির ৷ স্থানীয়রা উদ্ধার করে ওই ব্যক্তিকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে ৷ পুলিশ এসে চালক ও দুধের গাড়িটিকে আটক করে ৷ ঘটনার বিবরণ দিতে গিয়েই স্থানীয় এক বাসিন্দা  বলেন, "ওই ব্যক্তি বিশ্রাম নিচ্ছিলেন রাস্তার উপর এক জায়গাতেই ৷ একটি দুধের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ৷ তখনই কোনওভাবে গাড়ির চাকা তাঁরা মাথায় লেগে যায় ৷" স্থানীয়রাই তাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য ৷    

শ্রাবণ মাসের কারণে রবিবার এবং সোমবার এই রোডে গাড়ি চলাচল বন্ধ থাকে ৷ পূর্ণার্থীদের নিরাপত্তার রক্ষার্থে এই নির্দেশ ৷ কিন্তু দুধের গাড়ির চালক না মেনই ওই রাস্তার দিয়ে গাড়ি নিয়ে যেতেই অঘটন ঘটে ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.