thumbnail

শরবীমালার পুণ্যার্থীদের শুভকামনায় জলের মধ্যে টানা 2 ঘণ্টা ভেসে প্রার্থনা যোগা গুরুর

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 6:22 PM IST

Sabarimala pilgrims: জলের মধ্যে টানা 2 ঘণ্টা ভেসে থেকে প্রার্থনা ৷ তাও আবার 300 ফুট গভীর জলাশয়ে ৷ শবরীমালা থেকে পুণ্যার্থীদের নিরাপদে ফিরে আসার জন্য অভিনব প্রার্থনা করে শিরোনামে ৷ সম্প্রতি সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷  

জানা গিয়েছে, থেনি জেলার দেবরাম এলাকার বাসিন্দা বিজয়ন ৷ বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত তিনি ৷ পাশাপাশি যোগা অনুশীলন করেন ৷ শবরীমালার আয়াপ্পা মন্দিরে পুণ্যার্জনে গিয়ে আটকে পড়েছেন একাধিক পুণ্যার্থী ৷ তাঁরা যাতে নিরাপদে ফিরে আসেন, তাই শুভ কামনায় প্রায় 300 ফুট গভীর জলাশয়ে যোগা গুরু ভেসে রইলেন টানা দু‘ঘণ্টা ৷ সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এই দৃশ্য ৷ একটি ক্যাপশনে উল্লেখ করা শবরীমালা মন্দিরে যে সমস্ত ভক্তরা গিয়েছেন তাঁদের জন্য তিনি শুভকামনা করছেন ৷ তামিলনাড়ুর ওই ব্যক্তি ভক্তদের জন্য উপবাস থেকে প্রার্থনা করেন ৷ পাশাপাশি পালনি মরুগান মন্দিরেও মূর্তিতেও মালা পরান ৷ সম্প্রতি শবরীমালা মন্দিরে দর্শনার্থীদের ভিড়ের চাপে 11 বছরের এক নাবালিকার মৃত্যু হয় ৷ এর পরই ভিড় সামলাতে কেরল প্রশাসন বৈঠকের আয়োজন করে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.