Modi on Swachh Bharat: সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের সঙ্গে ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার মোদির - অঙ্কিত বাইয়ানপুরিয়া
🎬 Watch Now: Feature Video
Published : Oct 1, 2023, 3:35 PM IST
সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের অঙ্কিত বাইয়ানপুরিয়া সঙ্গে ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার এই সংক্রান্ত একটি ভিডিয়ো নিজের সোশাল মিডিয়া সাইট এক্সে পোস্ট করেছেন তিনি ৷ সেখানে মোদি এই যুবকের প্রশংসা করে লেখেন, " আজ সারা দেশ স্বচ্ছতার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে ৷ তেমনই আমি আর অঙ্কিত বাইয়ানপুরিয়াও তাই করেছি ৷ তবে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এর বাইরে আমরা ফিটনেস এবং সুস্থতাকেও যোগ করেছি । এটি স্বচ্ছ ও সুস্থ ভারতের অংশ ৷"
মন কি বাত অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে দেশব্যাপী স্বচ্ছতা শ্রমদান বা স্বচ্ছতাই সেবা কর্মসূচির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই অনুযায়ী রবিবার বিজেপির নেতামন্ত্রী থেকে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদেরও স্বচ্ছতা অভিযানে রাস্তায় ঝাঁটা হাতে নামতে দেখা গিয়েছে ৷ এমনকী এর থেকে বাদ যাননি খোদ প্রধানমন্ত্রীও ৷ এ দিন 75 হার্ড চ্যালেঞ্জ খ্যাত অঙ্কিত বাইয়ানপুরিয়ার সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে মোদি পরিষ্কারের কাজ করেন ৷ ভিডিয়োতে প্রধানমন্ত্রীকে যুবকের প্রশংসা করতেও দেখা গিয়েছে ৷ তিনি বলেন, আপনি দুর্দান্ত কাজ করছেন ৷
এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, " আমি বেশি কসরত করি না ৷ রোজনামচার জীবনে সুস্থ থাকার জন্য যতটা দরকার করি ৷ তবে আমি নিয়মমাফিক চলি ৷ কিন্তু দুটো বিষয়ে আমার নিয়ম ঠিক থাকছে না ৷ এক হল সময়ে খাওয়া ও দ্বিতীয় সময়ে ঘুম ৷ "তাঁর কথায়, তিনি ঘুমনোর বেশি সময় দেন না ৷ তবে ঘুমনোয় সময় দেওয়া দরকার ৷ কিন্তু তিনি তা দিতে পারছেন না ৷ সোশাল মিডিয়ার নেতিবাচকভাবে ব্যবহার নিয়েও কথা বলতে শোনা গিয়েছে মোদিকে ৷ তিনি জানান, ভারত মণ্ডপমে একটি পুরো দেওয়াল যোগাসনের জন্য বানানো হয়েছে ৷ কিউআর কোড স্ক্যান করে বিভিন্ন যোগ ব্যয়াম সম্পর্কে সেখান থেকে জানা যাবে ৷