Ram Navami 2023: সুরাতের মন্দিরে 19 কেজি রামায়ণের সোনার প্রতিকৃতি, দর্শন মেলে কেবল রামনবমীতেই - রামের জীবনকালকে ভক্তরা স্বর্ণযুগ বলে মনে করেন
🎬 Watch Now: Feature Video
শ্রী রামচন্দ্রের জীবনকালকে ভক্তরা স্বর্ণযুগ বলে মনে করেন। দেবতা হওয়া সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করেছিলেন ৷ সেই কারণে শ্রী রামচন্দ্রকে তাঁকে 'মর্যাদা পুরুষোত্তম' বলা হয়। ভগবান রামের জীবন কাহিনী নিয়ে অনেক কথাই প্রচলিত আছে ৷ কিন্তু গুজরাতের সুরাতে 19 কেজি সোনার একটি রামায়ণের প্রতিকৃতি আছে যা বছরে একবার রাম নবমীর দিনে সর্বসাধারণের জন্য সামনে আনা হয় ৷ এই সোনালি প্রতিকৃতি রামভক্তদের দেখার সুযোগ থাকে কেবল রামনবমীর দিনেই। তাই একবছর যদি পুণ্যার্থীরা সেই প্রতিকৃতির দেখা না-পান, অপেক্ষা বাড়ে আরও এক বছরের (19 kg Gold Ramayana on German Pages) ৷
এই রামায়ণের প্রতিকৃতিটি 530 পৃষ্ঠার 222 তোলা সোনার কালি দিয়ে তৈরি ৷ যার ওজন 19 কেজি। সোনা ছাড়াও এটি 10 কিলো রুপো, 4 হাজার হীরে, রুবি, পান্না এবং নীলা দিয়ে সজ্জিত। 1971 সালে, এই সোনার রামায়ণটি রামের এক ভক্ত বিশেষ তিথিতে বানিয়ে ছিলেন। এই রামায়ণে শ্রীরাম কথাটি 5 কোটি বার লেখা আছে ৷ রামায়ণ রচনাকারী রাম ভক্তের এক আত্মীয় জানান, রামায়ণ লেখার জন্য পাতাগুলো জার্মানি থেকে অর্ডার করা হয়েছিল। এমনকী এই প্রতিকৃতি জল দিয়ে ধুলেও কোনও প্রভাব পড়ে না ৷ এই জার্মান কাগজটি এতটাই সাদা যে হাত দিয়ে স্পর্শ করলেও তাতে দাগ পড়ে না। বছরে একবার এই রামায়ণ ভক্তদের দর্শনের জন্য রাখা হয়। দর্শনের পর তা ফের ব্যাংকে রেখে দেওয়া হয় ৷