Monkey Rescue : মাঝসমুদ্রে তিন মাস ধরে আটকে বাঁদর ! অবশেষে জেলেদের সাহায্যে উদ্ধার - Monkey in the middle of the sea in andhra pradesh
🎬 Watch Now: Feature Video
চারিদিকে নীল জলরাশি ৷ তার মাঝে আটকে এক বাঁদর ৷ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাকিনাড়া বন্দর থেকে প্রায় তিন মাইল দূরে সমুদ্রে রয়েছে কয়েকটি বোল্ডার ৷ কোনওভাবে সেখানে পৌঁছে যায় একটি বাঁদর ৷ কিন্তু ফিরতে পারেনি সে ৷ এভাবে নাকি বাঁদরটি তিন মাস ধরে আটকে ছিল ৷ মাছ ধরতে গিয়ে বাঁদরটিকে মাঝদরিয়ায় দেখে অবাক হয়ে যায় মৎস্যজীবীরা ৷ তাঁরা অভুক্ত বাঁদরটিকে খেতে দেয় ৷ কিন্তু জাল ফেলে বহু চেষ্টা করেও তাকে ধরতে পারা যায়নি ৷ শেষমেশ স্থানীয় সংস্থা অ্যানিমেল ওয়ারিয়র্স কনজারভেশনের হেল্পলাইনে ফোন করে বিষয়টি জানানো হয় । শনিবার ওই সংস্থার তরফে বাঁদরটিকে খাঁচায় বন্দি করে তীরে নিয়ে আসা হয় (Monkey Rescue) ৷ সেখান থেকে তাকে কাকিনাড়া জেলার বন দফতরের কার্যালয়ে স্থানান্তরিত করা হয় ৷ পরে বন দফতর বাঁদরটিকে জঙ্গলে ছেড়ে দেয়।
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST