Raj Chakraborty on TMC Victory : এখন আর বিরোধী বলে কিছু নেই, পৌরভোটের ফলাফলে প্রতিক্রিয়া রাজ চক্রবর্তীর - ব্যারাকপুর বিধায়ক
🎬 Watch Now: Feature Video
রাজনীতিতে নেমেই বিধায়ক হয়েছেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী ৷ তাঁর রাজনীতিতে পদার্পণের পর এটাই প্রথম পৌরনির্বাচন ৷ এবং সেই নির্বাচনে বারাকপুর পৌরসভা রইল বিরোধীশূন্য ৷ ভোটের ফল প্রকাশের পর বারাকপুরের বিধায়ক তাঁর প্রতিক্রিয়ায় (Raj Chakraborty on TMC Victory) বললেন, "এই জয় মা মাটি মানুষের জয়, জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ মানুষ এত দু'হাত ভরে আশীর্বাদ করেছেন আরও কাজ করে তাদের ঋণ শোধ করতে হবে । শুধু রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার নয়, আরও অনেক সমস্যা আছে যেগুলির সমাধান করতে হবে । এবার একটা টিম হয়ে আমাদের সব কাজ করব । এখন আর বিরোধী বলে কেউ নেই । কে বিজেপি, কে সিপিএম আর কে কংগ্রেস সেটা দেখার নয় । আমাদের সবাইকেই পরিষেবা দিতে হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST