Surajit Sengupta last Rites : শেষবারের জন্য ময়দানের দুই ক্লাবে সুরজিৎ, চোখের জলে বিদায় - Surajit Sengupta last Rites

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 17, 2022, 11:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

শেষবারের জন্য ময়দানে এলেন ঠিকই ৷ তবে ফুলের মালায় সজ্জিত হয়ে, শববাহী শকটে (Surajit Sengupta last Rites) ৷ কলকাতা ময়দানের অনেক সোনালি বিকেল উজ্বল হয়েছে তাঁর ক্রীড়া নৈপুণ্যে । তাই শেষবেলায় সুরজিৎ সেনগুপ্তের মরদেহ নিয়ে আসা হল ময়দানে । একসময়ের সতীর্থ, অনুরাগী থেকে ফুটবল ভক্তরা শেষযাত্রায় পা মেলালেন । ইস্টবেঙ্গল ক্লাবে সুরজিৎ সেনগুপ্তের মরদেহে মালা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রঞ্জিত মুখোপাধ্যায়, সমরেশ চৌধুরী, গৌতম সরকার-রা । সকলেই ভারাক্রান্ত । ইস্টবেঙ্গল ক্লাবেই শ্রদ্ধার্ঘ্য হিসেবে ফুল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যা প্রদান করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস । শ্রদ্ধা জানান মহানাগরিক ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার । ক্লাবের পতাকায় মুড়ে দেন লাল-হলুদ কর্তারা । ইস্টবেঙ্গল মাঠ থেকে সুরজিৎ সেনগুপ্তের নশ্বর দেহ নিয়ে যাওয়া হয় মোহনবাগান ক্লাবে । শ্রদ্ধা জানান ক্লাবের সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, অর্থসচিব দেবাশিস দত্ত, দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু ।
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.