Balurghat INTTUC Protest : দোল মিটতেই ইপিএফে সুদের হার নিয়ে ফের আন্দোলনে আইএনটিটিইউসি - INTTUC protests against EPF interest reduction in South Dinajpur
🎬 Watch Now: Feature Video
দোল উৎসবের কারণে দু'দিন স্থগিত ছিল আন্দোলন ৷ তা ফের শুরু হল ৷ প্রভিডেন্ট ফান্ড সংস্থার কেন্দ্রীয় অছি পরিষদের সুদের হার কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে আইএনটিটিইউসি ৷ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় লাগাতার প্রতিবাদ ধর্নায় বসেছে তৃণমূলের শ্রমিক সংগঠন (INTTUC protests against EPF interest reduction in South Dinajpur) । মঙ্গলবারও বালুরঘাট বাসস্ট্যান্ডের ট্রাফিক মোড় এলাকায় মৌন ধর্নায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় ট্রেড ইউনিয়নের কর্মীরা । তাঁরা জানান, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানোর এই সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই আন্দোলন চলবে ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Balurghat INTTUC Protest