Fair Inauguration: নদিয়ায় সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন - Fair Inauguration
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় নদিয়া জেলা গ্রামোন্নয়ন শাখা এবং নদিয়া জেলা পরিষদের উদ্যোগে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে নদিয়া সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হল সোমবার (Fair Inauguration)। 21 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত চলবে এই মেলা । প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস-সহ নদিয়ার অতিরিক্ত জেলা শাসক ছাড়াও অন্যান্য । মূলত গ্রাম বাংলার তৈরি বিভিন্ন সামগ্রী মিলবে এই মেলাতে । জনসাধারণের জন্য প্রতিদিন বেলা 3 টে থেকে রাত 9 টা পর্যন্ত মেলার প্রবেশ দ্বার খোলা থাকবে বলে প্রশাসন সূত্রে খবর ।
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST