Modak Recipe : চট করে বানিয়ে ফেলুন ছোলার ডালের মোদকে - গণেশ চতুর্থী স্পেশাল প্রসাদ
🎬 Watch Now: Feature Video
ঘরোয়া উপকরণ ছোলার ডাল দিয়ে বানিয়ে ফেলুন মোদক ৷ গণেশ চতুর্থী মানেই রকমারি মোদক ৷ কিন্তু সেই রেশ থেকে যায় উৎসব শেষ হওয়ার পরও । ইতিমধ্যেই আপনাকে বিভিন্ন ধরনের মোদকের রেসিপি দিয়েছে ইটিভি ভারত (Ganesh Chaturthi Special Modak)৷ তাই আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন ছোলার ডালের মোদক(Ganesh Chaturthi Special Chana Dal Modak Recipe)৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST