Bengal Civic Polls 2022 : প্রচার শুরু তৃণমূল প্রার্থী তথা বাঁকুড়ার প্রাক্তন পৌরপ্রধান ও বিধায়ক শম্পা দরিপার
🎬 Watch Now: Feature Video
নাম ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়লেন বাঁকুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা বিধায়ক শম্পা দরিপা (Shampa Daripas Election Campaign in Bankura) ৷ তৃণমূলের তরফে তাঁকে এবার 10 নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে (Election Campaign in Bankura Municipality) ৷ প্রথমে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যে প্রার্থীপদ ঘোষণা করা হয়েছিল সেখানে 10 নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে শম্পা দরিপার নাম ছিল না, পরে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সীর সই করা লিস্টে নাম আসে এই প্রাক্তন পৌরপ্রধান ও বিধায়কের । 2016 বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে টিকিট না পেয়ে অভিমান হয়েছিল, দলের সঙ্গে বেড়েছিল দূরত্ব ৷ তার জেরে কংগ্রেসের টিকিটে বাঁকুড়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটে জিতে বিধায়ক হন ৷ তারপরে অবশ্য মান-অভিমান কাটিয়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন শম্পা দরিপা । এবার তৃণমূলের টিকিটে পৌরভোটে লড়াইয়ের ময়দানে নেমে পড়লেন তিনি ৷
Last Updated : Feb 3, 2023, 8:12 PM IST