Tonushree on Mayaa : জীবনে কোনওকিছুর প্ল্যান থাকে না, ইটিভি ভারতে অকপট তনুশ্রী - জীবনে কোনওকিছুর প্ল্যান থাকে না তনুশ্রীর
🎬 Watch Now: Feature Video
রাজর্ষি দের আসন্ন ছবি 'মায়া'তে মৃণালিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । 'মায়া' ছবিটি আসলে শেক্সপিয়রের 'ম্যাকবেথ'-এর অনুপ্রেরণাতেই তৈরি ৷ সেখানে তনুশ্রীর চরিত্রের মূল শিকড় লুকিয়ে রয়েছে লেডি ম্যাকবেথ চরিত্রটির মধ্য়ে ৷ তিনি জানালেন সব চরিত্রই তাঁর মধ্য়ে প্রভাব রেখে যায় ৷ মৃণালিনীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ৷ তনুশ্রীর সাম্প্রতিকতম কাজের মধ্যে রয়েছে 'টনিক', 'রিভলভার রহস্য', 'চিরসখা হে'। এবার আসছে 'মায়া' । ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 7 জুলাই ৷ এ ছাড়াও 'দুর্গা সহায়', ফ্ল্যাট নম্বর 609', 'অন্তর্ধান', 'কলকাতায় কলম্বাস', 'চোরাবালি', 'ক্রস কানেকশন', 'খাদ' সহ আরও বহু ছবি রয়েছে তাঁর ফিল্মোগ্রাফিতে । জীবনে কোনওকিছুই প্ল্যান করে করেন না তিনি । শুধু যেটা হচ্ছে সেটা উপভোগ করেন তিনি । কারণ প্ল্যান করলে ভেস্তে যায়। পরিচালক রাজর্ষি দে তাঁর খুব কাছের বন্ধু । বোঝাপড়াও নাকি খুব ভালো ৷ তাই তাঁর কাছে ভালো-খারাপ সমস্তটাই সুন্দরভাবে আলোচনা করা যায় ৷ 'মায়া' থেকে ইন্ডাস্ট্রি হয়ে পুজো- সব নিয়ে ইটিভি ভারতের সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী।