New Film Nonte Fonte: 'নন্টে ফন্টে'র টিজার মুক্তি, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি নিয়ে আবেগী লেখক পুত্র ও অভিনেতারা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 26, 2023, 6:34 PM IST

এসে গেল নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি 'নন্টে ফন্টে' নিয়ে তৈরি ছবির অফিসিয়াল টিজার। পরিচালক অনির্বাণের হাত ধরে ছবিটি মুক্তি পাবে এবারের গরমের ছুটিতেই । 19 মে বড় পর্দায় নন্টে ফন্টের সঙ্গে দেখা হবে সকলের । বাংলা সাহিত্যের হরেক রকমের কমিকসের মধ্যে অন্যতম একটি নারায়ণ দেবনাথের 'নন্টে ফন্টে'। এই কমিকস নিয়ে আবাল-বৃদ্ধ-বনিতার আগ্রহের অন্ত হবে না কোনওদিন। টিভিতে আগেও সম্প্রচারিত হয়েছে এই দুই চরিত্রের দুষ্টু-মিষ্টি কাহিনি । তা চাক্ষুষ করার ফলে আগ্রহ যেন আরও বেড়েছে। তবে এবার সিনেমা হলে গিয়েও দেখা যাবে নন্টে, ফন্টে আর কেল্টু সর্দারকে । ছবির কাজ চলেছে বেশ কয়েকবছর ধরেই। বর্ষীয়ান স্রষ্টা নারায়ণ দেবনাথ তখনও চির ঘুমের দেশে পাড়ি দেননি ।
তাঁর সৃষ্টি নিয়ে তৈরি হচ্ছে ছবি একথা জেনে খুবই উচ্ছ্বসিত হয়েছিলেন প্রয়াত সাহিত্যিক। আবার এও জানিয়েছিলেন, ঠিক যেমন তিনি ভেবেছেন তেমনটাই যেন হয় এই ছবি । এদিন মুক্তি পেল সেই ছবিরই টিজার । নন্টে-ফন্টে, কেল্টুকে ঘিরে আবেগে ভাসলেন টলিউডের শিল্পীরাও। গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী সকলেই ভাগ করে নিলেন ছবি নিয়ে তাঁদের কথা । এই ছবি নিয়ে আবেগঘন নারায়ণ-পুত্র তাপস দেবনাথও ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.