Sudipta Chakraborty: রুক্মিণী ছাত্রী হিসেবে দুর্দান্ত, বললেন বিনোদিনী সুদীপ্তা চক্রবর্তী - রুক্মিনী থেকে মায়া আড্ডায় সুদীপ্তা চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
রাজর্ষি দে পরিচালিত আসন্ন বাংলা ছবি 'মায়া'তে রেশমির চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী । ছবি নিয়ে তিনি বিস্তর আড্ডা দিলেন ইটিভি ভারতের সঙ্গে। তাঁর চরিত্রকে এখানে দেখা গিয়েছে বন্দুক হাতে ৷ অর্থাৎ রক্তপাতও হয়েছে তাঁর হাতে ৷ ছবিতে রাহুল অভিনয় করেছেন তাঁর স্বামীর ভূমিকায় ৷ কথায় কথায় উঠে এল রুক্মিণী মৈত্রর প্রসঙ্গও । কারণ রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আসন্ন বাংলা ছবি 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান'-এ বিনোদিনী দাসীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। আর বিনোদিনী দাসী হয়ে উঠতে তিনি পাঠ নিয়েছেন প্রখ্যাত নাট্যশিল্পী তথা ছোট এবং বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে । সুদীপ্তা চক্রবর্তী নিজেও নিয়ে এসেছেন তাঁর দলের নতুন নাটক 'বিনোদিনী অপেরা' । রুক্মিণী ছাত্রী হিসেবে কেমন? এই প্রশ্নের জবাবে সুদীপ্তা ভূয়সী প্রশংসা করেন দেব প্রেমিকা রুক্মিণীর । তিনি পরিষ্কার জানিয়েছেন এর আগে যাঁরা রুক্মিণীর অভিনয় দেখেছেন এই ছবিতে তাঁকে দেখার পর তাঁরা আর চিনতেই পারবেন না অভিনেত্রীকে ৷ ঠিক এতোটাই নিজেকে বদলেছেন দেব-প্রিয়া ৷ বোঝাই যায় ছাত্রীকে নিয়ে ভীষণ আশাবাদী সুদীপ্তা
TAGGED:
Sudipta Chakraborty