Panchayat Election Results 2023: পরাজিত তৃণমূল প্রার্থীকে পুনর্গণনায় জেতানোর অভিযোগ সুকান্তর - WB Panchayat Elections 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 12, 2023, 1:40 PM IST

ঘড়ির কাঁটা রাত 12টা পার ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ভোট গণনা কেন্দ্রের বাইরে হাজির হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । তাঁর দাবি, তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পরও পুনরায় গণনা চলছে । জেলা তৃণমূলের সভানেত্রী স্নেহলতা হেমব্রম পরাজিত হয়েছেন। কিন্তু তিনি গণনা কেন্দ্রের ভেতরেই রয়েছেন । রি-কাউন্টিং করে তাঁকে জেতানোর ছক চলছে বলে দাবি রাজ্য বিজেপি সভাপতির। এ বিষয় নিয়ে জেলাশাসক ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান সুকান্ত । 

তিনি বলেন, " জেলাশাসক মেনে নিয়েছেন স্নেহলতা পরাজিত হয়েছেন।  আমাদের আশঙ্কা রি-কাউন্টিং করে তাঁকেও জেতার চেষ্টা করা হচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা ।" পঞ্চায়েত নির্বাচনের দিন থেকে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন বুথ পরিদর্শন করেন সুকান্ত । গণনার দিন মঙ্গলবার সকাল থেকেই সেই ধারা বজায় রাখেন । সুকান্তর অভিযোগ, এর আগেও একই পদ্ধতিতে হেরে যাওয়া প্রার্থীকে পুনরায় গণনা করিয়ে জিতিয়ে দেওয়া হয়েছে । প্রযুক্তি উন্নত হয়েছে, এবারে হয়ত এই কাজ আরও সহজ ভাবে করা হচ্ছে । মাঝ রাতে ভোট গণনা কেন্দ্রের বাইরে দাঁড়িয়েই বললেন সুকান্ত । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.