Pradhan Movie Shooting: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান'-এর শুটিং, দেব-সোহমকে দেখতে উপচে পড়া ভিড় - দেব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 7:54 PM IST

জোরকদমে চলছে দেব অভিনীত, অভিজিৎ সেন পরিচালিত 'প্রধান' ছবির শুটিং। সম্প্রতি দেব বাহিনী শুটিং সেরেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মেটেলি বালিকা বিদ্যালয়, চালসা ভিউ পয়েন্ট, নাগেশ্বরী চা বাগান, ক্রান্তীর মৌলানী হাট, পাহাড়ি সামসিং এলাকায়। তবে শুটিং-এর ভিডিয়ো তোলায় ছিল নিষেধাজ্ঞা ৷ তাতে কী! শুটিং স্পটে তারকাদের উপস্থিতি ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ অভিনেতাদের ঘিরে স্থানীয়দের ভিড় এবং উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রিয় অভিনেতাদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সকলে। শুটিংয়ে উপস্থিত ছিলেন অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়, দেব, সোহম চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। জানা গিয়েছে, ছবিতে দেব এবং সোহম দুজনকেই দেখা যাবে পুলিশের চরিত্রে। দেবের এই ছবিতে চরিত্রের নাম দীপক প্রধান। সুতরাং, নিজের আসল নামই এক ছবিতে ব্যবহার করছেন অভিনেতা। টলিউডের এই দুই সুপারস্টার দীর্ঘ আট বছর পর এক সঙ্গে স্ক্রিন শেয়ার কর‍তে চলেছেন। এর আগে 2015 সালে শুধু তোমারই জন্য ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব-সোহম ৷ কবে আসবে 'প্রধান'? জানতে হলে আর একটু অপেক্ষা তো কর‍তেই হবে। ছবিতে দেবের অভিনেত্রী হয়েছেন নায়িকা সৌমিতৃষা কুণ্ডু। অর্থাৎ সকলের প্রিয় 'মিঠাই'। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.