Sara Ali khan: মহাকালেশ্বর মন্দিরে সারা, দিলেন পুজো-করলেন প্রার্থনাও; দেখুন ভিডিয়ো - উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির
🎬 Watch Now: Feature Video
সম্প্রতি সারা আলি খানকে দেখা গিয়েছে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ৷ মন্দিরের গর্ভগৃহে পুজো দিলেন ৷ ভক্তদের সঙ্গে মিশে গিয়ে মন্দিরের প্রার্থনাকক্ষে তাঁকে দেখা গেল বাবার নাম জপতে ৷ তাঁকে এদিন দেখা গিয়েছে একটি গোলাপী রংয়ের শালোয়ারে ৷ মহাকাল মন্দিরের টিকা কপালে লাগিয়ে 'জরা হাটকে জরা বাঁচকে'র নায়িকাকে লাগছে অপরূপা ৷ পুজো দেওয়ার সময় মন্দিরের পুরোহিতদের সঙ্গে কথাও বলেন তিনি ৷ এর আগে লখনউয়ের একটি মন্দিরেও দেখা গিয়েছিল সারাকে। সারা এবং ভিকি কৌশল তাঁদের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জরা হাটকে জরা বাঁচকে'এর প্রচারের জন্য ব্যস্ত।
দিন কয়েক আগে তিলোত্তমা সফরেও গিয়েছিলেন সইফ কন্যা সারা ৷ সেখানে গিয়ে ফুচকা খেতে মেতেছিলেন তিনি ৷ তাঁর সেই ছবিগুলিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ৷ তাঁর পরবর্তী ছবি বলিউডের 'খিলাড়ি কুমার'এর সঙ্গে ৷ দিন কয়েক ধরে সেই ছবি 'শঙ্করা'র শ্যুটিংয়ের জন্য় তিনি উত্তরাখণ্ডে ছিলেন ৷ কেদারনাথের মন্দিরেও পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে ৷ পাশাপাশি সোমবার রাতে আইপিএল ফাইনালে ভিকি কৌশলের সঙ্গে আমেদাবাদের মাঠেও হাজির হন সারা আলি খান। চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারা, ভিকি। গ্যালারিতে দাঁড়িয়েই হাততালি দিয়ে ধোনির টিমের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভিকি কৌশল এবং সারা আলি খান।