Bapi Da Demise: বিদায় বাপি'দা ! আলোকবর্ষ দূরে মহীনের আদি ঘোড়া - বিদায় বাপিদা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 25, 2023, 10:59 PM IST

Updated : Jun 27, 2023, 6:51 AM IST

আলোকবর্ষ দূরে, তারাদের সঙ্গে বন্ধুত্ব আর প্রিয় শ্রোতাদের সঙ্গে দূরত্ব বাড়ালেন 'মহীনের ঘোড়াগুলি'-র আদি ঘোড়া ৷ রবিবার প্রয়াত তাপস দাস ওরফে বাপিদা। দীর্ঘসময় ধরে লড়াই চালাচ্ছিলেন মারণ রোগ ক্যানসারের সঙ্গে ৷ রবিবার থমকে গিয়েছে সেই লড়াই ৷ 1975 সালে বাংলা গানের জগতে বিপ্লব ঘটিয়েছিল সাত বন্ধুর একটা দল ৷ গানের জগতে আনে আমূল পরিবর্তন। 48 বছর পরেও সেই গান আজও ফেরে সকলের মুখে মুখে ৷ শহরের উষ্ণতম দিনে পিচগলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস দিতে পেরেছিল মহীনের সাত ঘোড়া ৷ 

এই গান ছিল একমুঠো দমকা বাতাসের মতো যা দক্ষিণের খোলা জানালায় মাঘের কোনও এক অন্তরঙ্গ দুপুরে মনে করিয়ে দিত না শোনা পুরোনো গল্প ৷ প্রিয়মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর এটাই মনে হতো, কখন তাঁর আসবে টেলিফোন ? ধাঁধাঁর মতো জটিল সমাধানও কিন্তু এক নিমেষে হয়ে যেত প্রথম লোক-রক ব্যান্ডের গানে গানে ৷ আজও এই ব্যান্ডের গানগুলির জনপ্রিয়তা এতটুকু হারায়নি। গান না হারালেও গানের স্রষ্টাদের অধিকাংশই একে একে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। এবার চলে গেলেন তাঁদেরই অন্যতম বাপিদাও। তাই হয়তো বলে "ফিরব বললে ফেরা যায় নাকি, পেরিয়েছ দেশ-কাল জানো নাকি? এখনও সামনে পথ হাঁটা বাকি ....৷"

Last Updated : Jun 27, 2023, 6:51 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.