Binodini: বিনোদিনী দাসীকে ঘিরে আবেগের সুর রামকমল-রুক্মিণীর কণ্ঠে - রুক্মিণী মৈত্র
🎬 Watch Now: Feature Video
বাংলা থিয়েটারের কিংবদন্তি নটী বিনোদিনীর কাহিনি ফের বড় পর্দায় । রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় দেবের নিবেদনে (Rukmini New Film), শৈলেন্দ্র কে কুমার, সুরজ শর্মা এবং প্রতীক চক্রবর্তীর প্রযোজনায় এই ছবি আসবে দর্শক দরবারে। এসে গিয়েছে তার টিজার ও পোস্টার । এই ছবি ঘিরে নিজেদের আবেগের কথা প্রকাশ করলেন রামকমল মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST