Rituparna Remembers Rituparno: 'ঋতুদার শূন্যতা কোনওদিন পূর্ণ হবে না', স্মৃতিচারণায় ঋতুপর্ণা - অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 10:42 PM IST

31 অগস্ট ঋতুপর্ণ ঘোষের জন্মদিন । ইন্ডাস্ট্রির তিনি যেমন ঋতুদা, তেমনি ইন্ডাস্ট্রিতে রয়েছেন একজন ঋতুদি। এই একই নাম খুব এনজয় করেন ঋতুদি অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেন তিনি ৷ ' উৎসব' এবং 'দহন'। 'দহন'-এর জন্য জাতীয় পুরস্কার পান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুদা'র সঙ্গে কাটানো নানা মুহূর্ত ইটিভি ভারতের সঙ্গে ভাগ করে নেন টলিকুইন। তিনি জানিয়েছেন, এমন দিনও গিয়েছে যে ঋতুপর্ণার কোনও পার্সল চলে গিয়েছে ঋতুপর্ণর বাড়িতে। পরিচালক ঋতুপর্ণ ফোন করে বলতেন, "শোন, তোর অনেক পার্সল আমার বাড়িতে চলে এসেছে ৷" আবার ঋতুপর্ণ ঘোষের অনেক অর্ডার করা বই চলে যেত অভিনেত্রী ঋতুপর্ণার বাড়িতে ৷ ঋতুপর্ণা আর ঋতুপর্ণ নামের এই যে মিল, সেটা খুব পছন্দ করেন অভিনেত্রী ৷ আজ তিনি না-থেকেও রয়ে গিয়েছেন সকলের মনে ৷ রয়ে গিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণার মনেও ৷ এই দিনে ঋতুদা'কে বড্ড মিস করেন অভিনেত্রী। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.