Ratna Ghoshal: 'দাদা রাজনৈতিক আলোচনা পছন্দ করতেন না', মহানায়কের স্মৃতিচারণায় রত্না ঘোষাল - উত্তম কুমারের মৃত্যুদিন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 23, 2023, 4:13 PM IST

24 জুলাই দিনটি আপামর বাঙালির কাছে বড় বেদনার । আজকের প্রজন্মও জানে মহানায়কের মৃত্যুদিনটি ঠিক কবে । দিনটিকে ভুলেও ভুলতে চায় না টলিউড । এই দিন দিকে দিকে উত্তম কুমারকে ঘিরে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিল্পীমহলের তরফে । তাঁকে ঘিরে নানা স্মৃতিতে ভাসেন তারকারা ৷ বেশকিছু ছবিতে মহানায়কের সঙ্গে কাজ করা টলিউডের খ্যাতনামা অভিনেত্রী রত্না ঘোষাল তাঁর প্রিয় অভিনেতার নানা কথা শেয়ার করলেন ইটিভি ভারতের সঙ্গে ।

রত্না ঘোষাল অভিনীত 'নহবত' নাটকের প্রথম টিকিটটি কিনেছিলেন মহানায়ক উত্তম কুমার । তিনটে টিকিট কাটেন তিনি । একটি নিজের জন্য । অন্য দুটি স্ত্রী ও মায়ের জন্য । এ ছিল রত্না ঘোষালের জীবনের এক পরম প্রাপ্তি । যদিও মহানায়ক সে দিন নিজে গিয়ে উঠতে পারেননি নাটকটি দেখতে । মহানায়কের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন রত্না ঘোষাল । 'এখানে পিঞ্জর' ছবিতে প্রথম উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রত্না ঘোষাল । সেই ছবিতে অভিনেত্রী কীভাবে শাড়ি পরবেন সেটাও বলে দিয়েছিলেন মহানায়ক । সেই স্মৃতি আজও টাটকা অভিনেত্রীর । 

এরপর একে একে 'মৌচাক' সহ আরও বেশ কিছু ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন রত্না ঘোষাল । মহানায়কের পারিবারিক বন্ধু ছিলেন তিনি । মহানায়কের মা ও স্ত্রী খুব ভালোবাসতেন মাটু অর্থাৎ রত্না ঘোষালকে । লক্ষ্মীপুজোর পরের দিন ধুতি-পাঞ্জাবি পরে নিজে দাঁড়িয়ে থেকে সকলকে খাওয়াতেন উত্তম কুমার । কেউ বেশি করে না খেলে রেগে যেতেন । মহানায়কের বাড়ির পুঁই শাকের চচ্চড়ি ছিল খুব বিখ্যাত, জানালেন অভিনেত্রী । মহানায়ককে ঘিরে এ রকম আরও অনেক অজানা গল্প উঠে এল তাঁর স্মৃতিচারণায় । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.