Raju Srivastava Last Rites: নিগমবোধ ঘাটে সম্পন্ন হবে শেষকৃত্য, অন্তিম যাত্রায় চোখে জল রাজু ভক্তদের - comedian raju srivastava
🎬 Watch Now: Feature Video
নিগমবোধ ঘাটে বৃহস্পতিবার সম্পন্ন হবে প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শেষকৃত্য (Raju Srivastava Cremation)৷ তার আগে সকাল আটটা নাগাদ দিল্লির দশরথপুরী থেকে হাসির রাজার শেষ যাত্রা শুরু হয় ৷ তাঁর এই অন্তিম যাত্রায় অংশ নিতে উপস্থিত হন বিপুল জনতা ৷ সেলিব্রিটি থেকে ভক্ত, সকলেই তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন । গত 10 অগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা ৷ দেড় মাস লড়াইয়ের পর বুধবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি (Raju Srivastava last rites in Nigambodh Ghat Delhi) ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST