EB Show: 'রঙ্গবতী'র তালে ঠুমকা প্রভু দেবার, বাদ গেলেন না জ্যাকলিন থেকে সোনাক্ষীও - Sonakshi Sinha
🎬 Watch Now: Feature Video
গতকাল কল্লোলিনী কলকাতায় ছিল 'সলমন নাইট' কিংবা 'দাবাং, দ্য ট্যুর-রিলোডেড'। রাতটা সল্লু ভাইজানের নামে হলেও এদিন ডান্স পারফরম্যান্সে মঞ্চ মাতান মনিষ পল থেকে পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, আয়ুশ শর্মা, প্রভু দেবা, সোনাক্ষী সিনহা সকলেই। ভাইজানকে দেখতে তিল ধারণের জায়গা ছিল না ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে।
অনুষ্ঠানের শুরুটা হয় সঞ্চালক মনিষ পলের খুনসুটি দিয়ে। 'বড় লোকের বিটি লো'-তে নেচে নজর কাড়েন জ্যাকলিন ফার্নান্ডেজ। সোনাক্ষ্মী সিনহা পারফর্ম করেন 'গন্দি বাত' গানে । এর মধ্যে বাঙালির একপ্রস্থর হৃদয় ছুঁয়ে দিলেন দক্ষিণী নৃত্যশিল্পী তথা অভিনেতা, প্রযোজক, পরিচালক প্রভু দেবা। তিনি নাচলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এবং প্রযোজিত বাংলা ছবি 'গোত্র'র জনপ্রিয় গান 'রঙ্গবতী' গানে। আর তাতে উত্তাল হয়ে ওঠে ইস্টবেঙ্গল গ্রাউন্ড ৷
'রিলে'র দেবলীনা কুমার ইস্টবেঙ্গল গ্রাউন্ডে প্রভু দেবা'র এই নাচে আপ্লুত হন ৷ অভিনেত্রী ইটিভি ভারতের সাংবাদিককে জানান, প্রভু দেবা-কিং অফ ডান্স ডান্সিং অন মাই সং, আই থিংক আই ওয়েল ফেইন্ট ৷ উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে কলকাতায় এসেছিলেন সলমন খান। ভাইজানকে ওয়েলকাম জানাতে ব্যাপক ভিড় জমেছিল এয়ারপোর্টে। শনিবার বিকেলে তিনি মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷