Monami Ghosh: মহালয়ার ভোরে ফুল কুড়োনোর স্মৃতি আজও টাটকা মনামীর - Monami Ghosh Puja Plannings
🎬 Watch Now: Feature Video
Published : Sep 15, 2023, 2:04 PM IST
সম্প্রতি এক বিলিতি বস্ত্র বিপণীর পুজোর নতুন কালেকশন উদ্বোধনে হাজির হয়েছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা টাপাটিনি গার্ল মনামী ঘোষ । সেই নতুন বস্ত্র বিপণীর পোশাকেই এদিন সকলের সামনে হাজির হন তিনি । বাতাসে পুজো পুজো গন্ধ ভাসতে শুরু করেছে ইতিমধ্যেই ৷ আর এবারের পুজোয় কলকাতাতেই আছেন অভিনেত্রী । বললেন, "পুজো আমার আজ থেকেই শুরু হয়ে গিয়েছে । কেননা নতুন জামা পরে ফেলেছি ।" পুজো নিয়ে সেরকম প্ল্যান কখনোই থাকে না তাঁর । তবে, পুজো পরিক্রমা তো থাকেই ৷ আর সঙ্গে তাঁর ওপর এসে পড়ে সেরা দুর্গা পুজো বেছে নেওয়ার দায়িত্ব ৷ এভাবেই কেটে যায় তাঁর পুজোর কয়েকটা দিন । মনামী এদিন ইটিভি ভারতের ক্যামেরার সামনে ছোটবেলার পুজো ঘিরেও আবেগী হয়ে পড়েন । জানালেন ছোটবেলার ফেলে আসা মহালয়ার কথা । ভোরে রেডিয়োতে মহালয়া শোনা ৷ আর মহালয়া শেষ হলেই সকলে মিলে ফুল তুলতে যাওয়ার সেই স্মৃতি আজও ভেসে আসে তাঁর মনে । এভাবেই নানান স্মৃতির ডালি এদিন মেলে ধরলেন নায়িকা ৷