Malaika Arora: পঞ্চাশেও ঠুমকাতেই কামাল ! অর্জুনের জন্মদিনে উন্মত্ত মালাইকা, দেখুন ভিডিয়ো - অর্জুন কাপুর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 27, 2023, 1:21 PM IST

গতকাল, মঙ্গলবার 38 বছরে পা দিলেন অর্জুন কাপুর । তাঁর জন্মদিন উপলক্ষে ছিল জমকালো পার্টি ৷ অর্জুনের জন্মদিনের পার্টি হলেও তাতে নিজের ক্যারিশ্মায় মধ্যমণি হয়ে উঠলেন মালাইকাই। পার্টিতেই শরীর দুলিয়ে নাচলেন মালাইকা অরোরা। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নাচের সেই ভিডিয়ো। সেখানে ছাঁইয়া ছাঁইয়া গানে নেচে পার্টি মাত করলেন মালাইকা। আর তাঁর নাচ দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ সাদা আর লাল-হলুদের কম্বিনেশনে ড্রেস পরে গিয়েছিলেন মালাইকা। 50 বছরেও মালাইকা যেভাবে ঠুমকা দোলাচ্ছেন তাতে পরিষ্কার তিনি কতটা ফিট ৷ বলি নায়িকার এই নাচের জন্যই এখন ট্রেন্ডিং টপিক মালাইকা।

তবে শুধু নাচ নয়, ফিটনেস নিয়েও খুব সচেতন মালাইকা। তার প্রমাণ মেলে তাঁর জেল্লাদার চেহারাতেই। 50 বছর বয়সেও তরুণী অভিনেত্রীদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। মালাইকা-অর্জুনের এই 'অসম' বয়সের প্রেম নিয়ে বলিউডে চর্চার অন্ত নেই। এছাড়াও মালাইকা অরোরার পেশাগত হোক বা ব্যক্তিগত জীবন, সব নিয়েই চর্চায় থাকেন অভিনেত্রী। বলিউডে তাঁর কর্মজীবন আর পাঁচটা নায়িকার থেকে কিছুটা আলাদা। গতকাল অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে প্রেম জাহির করেন মালাইকা। সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি প্রিয় অর্জুন সম্পর্কে অনেককিছুই লিখেছেন ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.