নয়া অবতারে জিৎ, 'মানুষ' নিয়ে মুখোমুখি আড্ডায় , দেখুন ভিডিয়ো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 7:18 PM IST

Jeet and Susmita Chatterjee: 24 নভেম্বর মুক্তি পেতে চলেছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত নতুন বাংলা ছবি 'মানুষ'। 'চেঙ্গিজ'-এর পর ফের একবার জিতের সঙ্গে জুটি বেঁঝেলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। কতটা নার্ভাস থাকেন তিনি জিতের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে? জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে। পাশাপাশি প্রত্যেকটা মুহূর্তে সুপারস্টার জিতের কাছ থেকে কী শেখেন তিনি, জানালেন সেই বিষয়েও। পাশাপাশি টলিউড সুপারস্টার জিৎ বলেন, "ওঁদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে এবং আমি শিখি।" 
'মানুষ' ছবিতে তিনটি অবতারে দেখা যাবে জিৎকে। একজন কন্যা অন্তঃপ্রাণ বাবা, অন্যজন পুলিশ অফিসার অর্জুন, আরেকজন মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ডদের মধ্যে একজন। পরিস্থিতির চাপে সৎ পুলিশ অফিসার কীভাবে মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ডদের একজন হয়ে যায় সেটাই দেখার। এই ছবিতে বাবা-মেয়ের সম্পর্ক একটা বড় ভূমিকা পালন করবে। অয়ন্যা চট্টোপাধ্যায় রয়েছে জিৎ-য়ের মেয়ের ভূমিকায়। যে একেবারে জিতের নিজের মেয়ের বয়সি। তাই অভিনেতা এই ছবিটি নিয়ে আরও আবেগী। দেব, সোহমের সঙ্গে কাজ থেকে শুরু করে, লেট নাইট পার্টি, ক্রিকেট বিশ্বকাপ, সবকিছু নিয়ে খোলামেলা আড্ডায় সুস্মিতা ও জিত ৷ বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.