Haranath Chakraborty: শিল্পী, টেকনিশিয়ানরা আগে এত সুযোগ সুবিধা, সম্মান পেতেন না: হরনাথ - টেকনিশিয়ানরা
🎬 Watch Now: Feature Video
'ওহ! লাভলি' ছবির মাধ্যমে টলিউডে আর দুই অভিনেতাকে অভিষেক করালেন পরিচালক হরনাথ চক্রবর্তী । আবার অন্যদিকে তিনি নিয়ে এলেন তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও ৷ এই ছবিতে দেখা যাবে নতুন এক রোম্যান্টিক জুটিকে । নাম ঋক এবং রাজনন্দিনী । এহেন ঘটনা এই প্রথম নয় । এর আগেও বহু অভিনেতার অভিষেক হয়েছে তাঁর হাত ধরে । 25 অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।
সম্প্রতি হরনাথ চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ 'ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান' হাজির হয়েছে ওটিটিতে । সেখানে দেখা গিয়েছিল রঞ্জিত মল্লিককে ৷ মুখ্য চরিত্রে বেশ নজর কেড়েছেন তিনি ৷ এবার হরনাথের হাত ধরে আসছে নতুন গল্প ৷ সঙ্গে মদন মিত্র ৷ তাঁর বিখ্যাত সংলাপ 'ওহ! লাভলি' দিয়েই তৈরি ছবির শিরোনাম ৷ মদন মিত্র প্রসঙ্গে তিনি বলেন, "উনি ভালো অভিনেতা । আমিই অভিনয়ের অফার দিই । ওনার সঙ্গে সময় নিয়েও সমস্যা হয়নি কখনও । ফোন দূরে সরিয়ে রেখে শট দিয়েছেন মদনদা ।" সিনেমা, সিরিজ থেকে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া মহানায়ক সম্মান বিতর্কয় প্রসঙ্গ ইটিভি ভারতের সঙ্গে সাক্ষাৎকারে উঠে এলো নানা দিক ।