Projapati First Poster: কুশীলবদের উপস্থিতিতে সামনে এল 'প্রজাপতি'র প্রথম পোস্টার - সামনে এল প্রজাপতির প্রথম পোস্টার
🎬 Watch Now: Feature Video
দীপাবলির আবহেই সামনে এল 'প্রজাপতি' ছবির প্রথম পোস্টার(Dev New Film first Poster) ৷ এই ছবির নতুন জুটি দেব এবং শ্বেতা ভট্টাচার্য (Projapati first Poster )। অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে আরেক জুটি মিঠুন চক্রবর্তী এবং মমতা শঙ্কর । এখানে দেবের দিদির চরিত্রে কনীনিকা বন্দ্যোপাধ্যায় । রয়েছেন বিশ্বনাথ-বসু সহ আরও অনেকে। ভ্রাতৃদ্বিতীয়ার দিনেই হাজির হল ছবির প্রথম পোস্টার । কী বললেন সকলে, জেনে নিন।
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST