বাংলা ধারাবাহিকে আরও দুই শিশু শিল্পীর আগমন, মিহি-তোজোর মজাদার খুনসুটি মন জয় করছে দর্শকদের - Bengali Television

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 2:48 PM IST

Child Artist in Bengali Television: বাংলা সিনেমা হোক বা ধারাবাহিক চিত্রনাট্যে, প্রয়োজনে খুদেরাই হয়ে ওঠে মূল চরিত্র ৷ গল্প এগোতে থাকে তাদেরকে কেন্দ্র করেই। 'রাখী বন্ধন' থেকে গুড্ডু, গুড়িয়া, 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের সোনা-রূপা মতোই আরও বহু খুদে তারকায় ভরে ওঠে । এবার টেলিভিশনের পর্দায় মন জয় করে নিচ্ছে মিহি আর তোজো। দুজনের মধ্যে রক্তের সম্পর্ক নেই। তবে, ওদের বাবা মা অর্থাৎ জাগৃতি (সোহিনী গুহ রায়) এবং অনিরুদ্ধ (রাজদীপ গুপ্ত) এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে। মিলে যাবে এদের জীবন। কীভাবে, কোন পথে তা সময় বলবে। মিহির আসল নাম নিকিকিতা আর তোজোর আসল নাম ওমকার ভট্টাচার্য। বয়সে ছোট হলেও বিনোদন জগতে বেশ অনেকগুলি কাজ তারা করে ফেলেছে ইতিমধ্যেই। তাই ক্যামেরার সামনে কোনও ভয়ডর নেই তাদের। ওমকারের তো আবার পছন্দের অভিনেতা সে নিজেই। আর মা তার পছন্দের অভিনেত্রী। কারণটা নিজের মুখেই জানিয়েছে একরত্তি ওমকার। অন্যদিকে, নিকিকিতার পছন্দের অভিনেতা সলমন খান। সব মিলিয়ে শুটিং সেটে দারুণ মজা করে কাজ করছে অন্যতম জনপ্রিয় খুদে চরিত্ররা ৷ তাদের আধো আধো কথা শুনে নিল ইটিভি ভারত।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.