Bratati Bandyopadhyay: 'আইডিয়াল দ্রৌপদী হওয়া চাট্টিখানি কথা নয়', বললেন ব্রততী - Bratati new program

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 18, 2023, 4:10 PM IST

আগামী 19 এবং 20 মে কলামন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে 'কর্ণ কুন্তী সংবাদ'। পরিবেশনে প্রখ্যাত বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং কেতন সেনগুপ্ত । এদিন মহাভারতের দ্রৌপদী চরিত্রটিকে মঞ্চে ফুটিয়ে তুলবেন অদ্রিজা ভট্টাচার্য । ইন্টারনেটের যুগে বিনোদনের হরেক রকম খোরাক থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের 'কর্ণ কুন্তী সংবাদ' আজও সমান প্রাসঙ্গিক। তাই তাঁকে ঘিরে মানুষের আগ্রহ থাকবে এমনটাই মনে করেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। 

তবে, মহাভারতে দ্রৌপদী তাঁর পছন্দের চরিত্র। তিনি বলেন, "দ্রৌপদী একজন অত্যন্ত ব্যক্তিত্বময়ী নারী। তিনি সর্বগুণসম্পন্না। অসম্ভব ভালো রান্না করতেন তিনি। এটাও আমি জেনেছি পুরো রাজ্যের আর্থিক হিসেব-নিকেশ তাঁর নখদর্পণে থাকত । রূপ, গুণ, বুদ্ধিমত্তা সবেতেই ছিলেন তিনি আকর্ষণীয়া।" 

তাঁর মতে দ্রৌপদী যে রকম গুণসম্পন্না ছিলেন তাতে যে কোনও পুরুষই যে তাঁকে কামনা করবেন সেটাই স্বাভাবিক ৷ তিনি বলেন, "শুধু পঞ্চস্বামী কেন যে কোনও পুরুষের কাছে তিনি কাম্য হবেন এটাই স্বাভাবিক। অনেকেই দ্রৌপদীর মতো একজন সর্বগুণসম্পন্না মেয়ে আকাঙখা করেন । কিন্তু আইডিয়াল দ্রৌপদী হওয়া চাট্টিখানি কথা নয় । অদ্রিজা তাঁর নৃত্যনাট্যের মাধ্যমে দ্রৌপদীকে তুলে ধরবেন । সেটা একটা চমক ।"

আরও পড়ুন: 'শেহজাদা' ক্ষতে প্রলেপ দেবে কার্তিকের 'সত্য প্রেম কি কথা'? প্রকাশ্যে টিজার

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.