Arifin Shuvoo New Film: 'বঙ্গবন্ধু'র বায়োপিকে আরিফিন শুভ, প্রিমিয়ার হল তিলোত্তমায় - Arifin Shuvoo New Film
🎬 Watch Now: Feature Video
Published : Oct 26, 2023, 10:36 PM IST
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক তৈরি করেছেন পরিচালক শ্যাম বেনেগাল । ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ছবিটি । 13 অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশে । এবার 27 অক্টোবর ভারতে মুক্তির পথে 'মুজিব: একটি জাতির রূপকার' । বাংলা এবং হিন্দি দু'টি ভাষাতেই এই ছবি দেখবে দর্শক । তার আগে 26 অক্টোবর কলকাতায় এর প্রিমিয়ারে হাজির ছিলেন মুজিবর চরিত্রের অভিনেতা বাংলাদেশের আরিফিন শুভ । রীতিমতো কঠিন অডিশনের পর এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে তাঁকে । শুভ বলেন, "একজন 88 বছর বয়সি পরিচালকে এই উদ্যম দেখে আমি অবাক । ওঁর মতো এত প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না ।" শুভ এই ছবি নিয়ে জানালেন আরও অনেক কথা ৷ মুজিবুরের চরিত্রে অভিনয় যে তাঁর জন্য় সৌভাগ্যের বিষয় তাও জানাতে ভুললেন না তিনি ৷ ছবি দেখতে দক্ষিণ কলকাতার এক মাল্টিপ্লেক্সে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, নন্দিতা রায়, ইধিকা পাল-সহ আরও অনেকে।