Akshay Kumar: কেদারনাথ দর্শনে 'খিলাড়ি' অক্ষয়, অভিনেতাকে দেখতে দেবভূমিতে উপচে পড়ল ভিড় - Akshay Kumar offers prayers
🎬 Watch Now: Feature Video
কেদারনাথ মন্দিরে সুপারস্টার অক্ষয় কুমার। তীর্থস্থান থেকে বলিউড খিলাড়ির বেশ কিছু ছবি মঙ্গলবার ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কড়া নিরাপত্তায় তাঁকে মন্দিরে প্রবেশ করতে দেখা গিয়েছে সেই ভিডেয়োয়। পরে তিনি মন্দিরের বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন ও হাত জড়ো করে অভিবাদন গর্হ‘ করেন। কেদারনাথ মন্দিরে সেই সময়ে উপস্থিত শ'য়ে শ'য়ে পুণ্যার্থী অক্ষয় কুমারের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাইছিলেন, চাইছিলেন একটি ছবি তুলতে। 'খিলাড়ি' নিজেও ছবি শেয়ার করেছেন কেদারনাথের। যদিও তাঁর এই তীর্থস্থান পরিদর্শনের পরিকল্পনা গোপন রাখা হয়েছিল। তবুও অভিনেতাকে দেখতে ভিড়ও ছিল দেখার মতো। এদিন তাঁকে কালো টি-শার্ট, প্যান্ট ও ব্ল্যাক হ্যাট-এ দেখা গিয়েছে ৷
অক্ষয় কুমার মানেই বক্স অফিস হিট, গত কয়েকবছরে পালটে গিয়েছে সেই সমীকরণ ৷ তবে কী ফ্লপ তকমা ঘোচাতেই দর্শনে ছুটলেন তিনি! প্রশ্ন নেটাগরিকদের ৷ কেননা সম্প্রতি বিরাট কোহলির ক্ষেত্রে এই ঘটনা নিয়ে নেটপাড়া বেশ মেতে ওঠে ৷ কোহলি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর একের এক সেঞ্চুরি করছেন ৷ তাতেই সোশাল মিডিয়ায় রটে পুজো দেওয়ার পর এই সাফল্য ৷ তবে জানা গিয়েছে, শ্যুটিংয়ের ফাঁকে এদিন দেবদর্শনে এসেছিলেন বলিউডের 'খিলাড়ি'। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'সেলফি' ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' সিনেমার শ্যুটিংয়ে। সেই সিনেমায় টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।