Actors on Ramprasad: চিনে নিন 'রামপ্রসাদ' ধারাবাহিকের চরিত্রদের - চিনে নিন রামপ্রসাদ ধারাবাহিকের চরিত্রদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 17, 2023, 5:08 PM IST

বাংলা টেলিভিশনের পর্দায় 17 এপ্রিল থেকে আসছে নতুন ধারাবাহিক 'রামপ্রসাদ'। রামপ্রসাদের ভূমিকায় দেখা যাবে অভিনেতা সব্যসাচী চৌধুরীকে । অনেকদিনের ব্রেক কাটিয়ে ফের ছোটপর্দায় ফিরছেন সব্যসাচী। এর আগে 'মহাপীঠ তারাপীঠ' ধারাবাহিক বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । আর সেই চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো মন কেড়েছিল দর্শকের ৷ এবার তাঁকে দেখা যাবে রামপ্রসাদের চরিত্রে ৷ কেমন লাগছে তা নিয়ে ইটিভি ভার‍তকে প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। ওদিকে রামপ্রসাদ সেনের স্ত্রী শর্বাণীর ভূমিকায় দেখা যাবে সুস্মিলি আচার্যকে । ভারী গয়না আর লাল ঢাকাই জামদানি শাড়িতে তিনি একেবারে পাক্কা গিন্নি। ধারাবাহিকে রামপ্রসাদের বাল্যলীলা উঠে আসবে না । বরং উঠে আসবে তাঁর বিবাহ পরবর্তী জীবন এবং সঙ্গীত জীবন। ধারাবাহিকে মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দেকে। এবার এই ভক্তি রসসিক্ত কাহিনি কেমনভাবে দর্শকদের মন কাড়ে সেটাই দেখার ৷ একইসঙ্গে সব্যসাচী কীভাবে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলেন, তাও দেখতে মুখিয়ে থাকবেন অনুরাগীরা ৷ ধারাবাহিকের সঙ্গীত পরিচালনায় দেবজিৎ রায়। এই ধারাবাহিকে অন্যান্য চরিত্রে যারা রয়েছেন, কী বলছেন তাঁরা?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.