Srish Chatterjee: 'অভিনেত্রীর ছেলে বলেই কাজ পাব এমনটা নয়', নেপোটিজম প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য নবাগত শৃষের - হরনাথ চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
Published : Aug 22, 2023, 9:09 PM IST
মুক্তির অপেক্ষায় হরনাথ চক্রবর্তী পরিচালিত 'ওহ! লাভলি' ৷ এই ছবির হাত ধরে বড় পর্দার প্রথমবার আত্মপ্রকাশ ঘটেছে বিধায়ক মদন মিত্রের ৷ অন্যদিকে, টলিউড পেতে চলেছে আরও একটি নতুন জুটি ৷ শৃষ চট্টোপাধ্যায় ও রাজনন্দিনী পাল ৷ শৃষ ওরফে ঋক, অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ৷ তবে অভিনেত্রীর ছেলে বলে যে শৃষের সিনেমা কেরিয়ার যে খুব মসৃণ, এমনটা বলা যায় না ৷ ইটিভি ভারতে সাক্ষাৎকারে নেপোটিজম প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পরিচিতি থাকলে প্রথম প্রথম কাজ পাওয়া যেতে পারে ৷ কিন্তু অভিনয় না-জানলে, কেউ নেবেন না ৷ তিনি বলেন, "প্রযোজক-পরিচালকরা বোকা নয় যে কাজ না-জানলেও অভিনেত্রীর সন্তানদের কাজ দেবেন ৷" মূলত, উচ্চমাধ্যমিকের পর চেন্নাইতে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন শৃষ । এরপর চলে যান মাস্টার্স করতে। ফিরে সোজা মুম্বই। অভিনয়ের টানে সেখানে নানা ওয়ার্কশপও করেন ৷ তিনি জানিয়েছেন, মুম্বই থেকে আট-নয় মাস আগে অনীক দত্ত'র একটি ছবিতে কাজ করার জন্য আসেন শৃষ। কিন্তু সেই ছবি পিছিয়ে যায়। আর তৈরি হয় 'ওহ! লাভলি'। তাই 'ওহ! লাভলি'ই তাঁর টলিউডের ডেবিউ ফিল্ম হয়ে থেকে যাবে। হরনাথ চক্রবর্তী এই ছবিতে তাঁকে রোম্যান্টিক হিরো বানালেও তিনি নিজেকে কোনওভাবেই রোম্যান্টিক মনে করেন না। মুম্বইয়ের একটি ওয়েব সিরিজেও কাজ করেছেন এই নবাগত। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শীঘ্রই স্ট্রিমিং হবে সেই সিরিজের।