"খেলা হবে" স্লোগান তুলে বিজেপি কার্যালয়ে হামলা, কাঠগড়ায় তৃণমূল - সালানপুর থানা এলাকায় বিজেপির ওপর হামলা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10759045-thumbnail-3x2-maramari.jpg)
সালানপুর থানার রূপনারায়ণপুর ডাবর মোড়ের কাছে বিজেপি অফিসে হামলা । রাতে একদল বাইক বাহিনী 'খেলা হবে' স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ । 30 থেকে 40 জন হকি স্টিক এবং অন্যান্য অস্ত্র নিয়ে হামলা চালায় । এরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ । ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন । তাঁরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।