নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার 24 ঘণ্টার মধ্যে শিলিগুড়িতে কেন্দ্রীয়বাহিনী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10803063-566-10803063-1614431959200.jpg)
নির্বাচন ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই শিলিগুড়িতে এসে পৌঁছাল আধাসামরিক বাহিনী । শনিবার বিকেলে সিকিমের 72 নম্বর ব্যাটেলিয়নের সশস্ত্র সীমাবলের জওয়ানরা শিলিগুড়িতে এসে পৌঁছান । এলাকায় টহলদারির জন্য আপাতত এক কোম্পানি আধাসেনা পাঠানো হয়েছে । নির্বাচনের জন্য পরবর্তীতে ধাপে ধাপে আরও কয়েক কোম্পানি আধাসামরিক বাহিনী পাঠাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । এবার বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের থেকে প্রায় দ্বিগুণ পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকায় ।