দুর্গাপুরে হনুমান মন্দির নির্মাণ নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষ - durgapur Hanuman temple clash

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 2, 2021, 10:18 AM IST

হনুমান মন্দির নির্মাণকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর নগরনিগমের 14 নম্বর ওয়ার্ডের রুইদাস পাড়ায় । কয়েক মাস আগে এলাকায় একটি হনুমান মারা যায় ৷ মৃত হনুমানটিকে সমাধি দেওয়া হয় ৷ সেখানে হনুমান মন্দির নির্মাণের জন্য স্থানীয় ক্লাবের জমির পাশে ভূমি পুজো করে বিজেপি কর্মী-সমর্থকরা । সোমবার সেই জমিতে মন্দির নির্মাণের কাজ শুরু হতেই বাধে বিবাদ ৷ বিজেপির অভিযোগ, ক্লাবের তৃণমূল সমর্থক সদস্যরা মন্দির নির্মাণে বাধা দিচ্ছে ৷ এমনকী এই নিয়ে বচসার পর সংঘর্ষ হয় দু'পক্ষে ৷ ঘটনায় এক বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ ৷ যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷ তাদের দাবি, মন্দির নির্মাণ হোক ৷ আমরাও চাই ৷ কিন্তু কয়েকজন বিজেপি সমর্থক মন্দির নির্মাণের নামে ক্লাবের জমি দখল করার চেষ্টা করছিল ৷ তাই নিয়েই ঝামেলা বাধে ৷ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । পরিস্থিতি সামলাতে গতকাল সন্ধে থেকে এলাকায় চলছে পুলিশি টহল ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.