সংখ্যালঘু এলাকাতে বিশেষ নজর BJP-র - BJP-র পর্যবেক্ষক অমিত মালব্য
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন BJP-র রাজ্য সম্পাদক সায়ন্তন বসু । তিনি বলেন, "কালীঘাট প্রাইভেট লিমিটেড বাংলাকে শোষণ করছে । সেটা কাটমানির মাধ্যমে বা পুলিশের মাধ্যমে কিংবা গোরুপাচারের মাধ্যমে শোষণ চালাচ্ছে । তাই শোষণ-অত্যাচার-ভয়মুক্ত বাংলা তৈরি করতে চাই । বিশেষ করে কোরোনাকালে উত্তরবঙ্গের লাখ লাখ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে পারেনি । বছরের পর বছর উত্তরবঙ্গবাসীকে বঞ্চনার শিকার হতে হয়েছে তা যেন পুনরায় না হতে হয় তার জন্য আলোচনা চলছে ।" বৈঠকে ছিলেন অমিত মালব্য ও শিবপ্রকাশ । সায়ন্তনবাবু আরও বলেন, সংখ্যালঘু এলাকায় বিশেষ নজর দিতে হবে। হিন্দুদের পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকাতেও দলের পক্ষে প্রচারে নামতে জোর দেওয়া হবে। প্রতিটি বুথেই বুথকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।