যশ মোকাবিলায় তৎপর কলকাতা পুলিশ - পুলিশের নগরপাল সৌমেন মিত্র
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11902122-thumbnail-3x2-kp.jpg)
যশ মোকাবিলায় ইতিমধ্যেই তৎপর কলকাতা পুলিশ ৷ কলকাতা পুলিশের নগরপাল সৌমেন মিত্রের তত্বাবধানে কন্ট্রোল রুমে নজরদারি চলছে ৷ এদিন সকালে কলকাতা পুলিশের প্রতিটি কমিশনারেটের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন নগরপাল সৌমেন মিত্র ৷ পাশাপাশি কলকাতার যে 9টা ডিভিশন আছে তার সকল আধিকারিকরাই ইতিমধ্যে লালবাজারে উপস্থিত হয়েছেন ৷ রয়েছেন ডিআইজি ব়্যাঙ্কের আধিকারিকরাও ৷