আমি সিলিন্ডার নিয়ে বসে আছি, যার কষ্ট হচ্ছে আসুন : দিলীপ ঘোষ - দিলীপ ঘোষ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 19, 2020, 7:50 AM IST

"আমি তো সিলিন্ডার নিয়ে বসে আছি, যার কষ্ট হচ্ছে আসুন । সবাইকে দেব ।" শুভেন্দু অধিকারীর নাম না করে BJP-তে আসার বার্তা দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর কথায়, "যারা যারা পশ্চিমবঙ্গের পরিবর্তন ও উন্নয়নের জন্য BJP-র সঙ্গে হাত মেলাতে চায় সবাইকে আহ্বান করা হচ্ছে । সবাই দেখেছে কংগ্রেস, CPI(M), TMC-র কাজ । 10 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কিছুই দেননি । মিথ্যা কথা দিয়ে ভাষণ দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন । এখনও বিভিন্ন রকম প্রোজেক্টের মাধ্যমে লোককে খুশি রাখার চেষ্টা করছেন ।" তিনি আরও বলেন, "তাঁর দলের লোকেরাই তাঁর উপর বিশ্বাস রাখতে পারছেন না । তাই 8-10 জন MLA ও অন্য নেতা প্রতিদিনই বিরূপ প্রতিক্রিয়া দিয়ে জানিয়ে দিচ্ছেন তাঁরা পার্টির সঙ্গে নেই । কেউ কেউ বলছে পদত্যাগ করেছে, কেউ আবার ভোটে দাঁড়াতে চাইছে না । এর প্রমাণ হচ্ছে যে, TMC দলটা আর থাকবে না । TMC-র প্রতি বিশ্বাস চলে গেছে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.