ইস্পাত শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল, ইস্কোর কারখানা পরিদর্শন করে বললেন ধর্মেন্দ্র প্রধান - ইস্পাত শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল
🎬 Watch Now: Feature Video
আগামীদিনে ইস্পাত শিল্পে উজ্জ্বল দিন আসছে । সেলের ইস্কো কারখানা পরিদর্শন করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । তিনি বলেন, "বর্তমানে দেশে 147 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন হয় । 2030 সালে এই লক্ষ্যমাত্রা হবে 300 মেট্রিক টন । সুতরাং ইস্পাতের যেভাবে চাহিদা বাড়ছে এবং ইস্পাতের যা বাজার তাতে ইস্পাত কারখানাগুলির উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে । আমাদের এই কারখানাগুলিকে লাভজনক করে তুলতে হবে ।"