Extramarital affair : পরকীয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুটিতে বেঁধে মারধর - undefined
🎬 Watch Now: Feature Video
পরকীয়ার অভিযোগে দেওর ও বৌদিকে খুটিতে বেঁধে রাখা হল। অভিযোগ উঠল মারধরেরও ৷ ঘটনাটি জলপাইগুড়ির বানারহাট ব্লকের সাকোয়াঝড়া-1 নং গ্রাম পঞ্চায়েতের জামতলা এলাকার। এদিন সকালে মহিলাকে স্থানীয়রা ওই যুবকের সঙ্গে ঘরের ভেতরে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি উঠেছে ৷ এরপর দু‘জনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। অভিযোগ, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে থাকেন। বাড়িতে তাঁর দুই সন্তানকে নিয়ে বসবাস করেন মহিলা। খবর পেয়ে বানারহাটের পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং অভিযুক্ত দেওর ও বৌদিকে থানায় নিয়ে যায় ৷
Last Updated : Sep 3, 2021, 8:59 PM IST
TAGGED:
Extramarital affair