নাগরিকত্ব আইন নিয়ে দিলীপ ঘোষকে আক্রমণ মহম্মদ সেলিমের - দিলীপ ঘোষের বাবার ক্ষমতা নেই কাউকে বাংলাদেশে পাঠানোর, কটাক্ষ মহম্মদ সেলিমের
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10190810-thumbnail-3x2-selim.jpg)
"দিলীপ ঘোষের বাবার ক্ষমতা নেই যে বাংলার কোনও মানুষকে সীমানা পার করাবে । নাগরিকত্ব যার যার জন্মগত অধিকার । বাংলার মুসলিমদের বাঙালি বলবেন, ভারতীয় বলবেন । বাংলাদেশি বলবেন না ।" বিজেপি তথা দিলীপ ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম । পাশাপাশি তিনি বলেন,"গত 10 বছরে রাজ্যে গণতন্ত্রের গলা চেপে ধরা হয়েছে ।"