বইমেলায় অবহেলায় পড়ে রইল নবনীতা দেবসেনের ছবি - DMC neglect the picture of Nabanita Debsen
🎬 Watch Now: Feature Video
শনিবার দুর্গাপুর পৌরনিগমের উদ্যোগে দ্বিতীয় বর্ষের বইমেলা শুরু হয়েছে । সদ্য প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেনের নামে মঞ্চের নামকরণ করা হয়েছে । অথচ তাঁর ছবি পড়ে রয়েছে মাটির উপর, পুরসভার ডাস্টবিনের পাশে । ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টরা ।