লকডাউনেও শিলিগুড়িতে 21 জুলাই কর্মসূচি, বৃক্ষরোপণ করলেন গৌতম দেব - লকডাউনেও শিলিগুড়িতে 21 জুলাই কর্মসূচি
🎬 Watch Now: Feature Video
21 জুলাইয়ে শিলিগুড়ির দাদাভাই মাঠে শহিদ স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল জেলা তৃণমূল । সেলহানে গিয়ে গাছ লাগান পর্যটন মন্ত্রী গৌতম দেব ও জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার । এরপর জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে মাল্যদান কর্মসূচি হয় । তবে, লকডাউনের কারণে মূল কার্যালয়ের সামনে দলনেত্রীর ভার্চুয়াল সভা দেখানো যায়নি আজ । মঙ্গলবার নিজের বিধানসভা কেন্দ্র ডাবগ্রাম ফুলবাড়িতে যান গৌতম দেব । সেখানে বড় স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা দেখেন তিনি । BJP-কে কটাক্ষ করে মন্ত্রী বলেন, বাংলার মাটিতে অমিত শাহ, জেপি নাড্ডাদের জায়গা নেই ৷