বাজেট 2020 : বাজেট ব্রিফকেসের যাত্রা - Business News
🎬 Watch Now: Feature Video
বাজেট ব্রিফকেসের একটি নিজেস্ব ইতিহাস আছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটির কাঠামো, আকার, নকশা ও রঙের পরিবর্তন হয়েছে । স্বাধীনতার পর ভারতের বিভিন্ন অর্থমন্ত্রী, বিভিন্ন ব্রিফকেশ ব্যবহার করেছিলেন । কখনও লাল মখমল, কখনও কালো, কখনও বা ট্যান । এমনকি, অর্থমন্ত্রীর কাছে তিন-চারটি ব্যাগ পছন্দের প্রস্তাব দেয় অর্থমন্ত্রক । যার মধ্যে অর্থমন্ত্রী তাঁর পছন্দ মতো একটি ব্যাগ বাছাই করেন ।
Last Updated : Jan 30, 2020, 9:25 AM IST