জলের দাবিতে পথ অবরোধ, BJP নেতাকে ঠেলে সরালেন কাউন্সিলর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 7, 2020, 1:41 PM IST

প্রায় 8 দিন হতে চলল দুর্গাপুর পৌরসভা এলাকার স্টিল টাউনশিপ ছাড়া কোনও ওয়ার্ডে পানীয় জল পরিষেবা দেওয়া হয়নি । লকগেট সারাইয়ের পরে শনিবার বেশ কিছু ওয়ার্ডে জল দেওয়া শুরু হলেও বিধাননগর হাউজ়িংয়ে জল দেওয়া হয়নি । সেই কারণে আজ জলের দাবিতে দুর্গাপুরের বিধাননগরের ইন্ডিয়ান রিজ়ার্ভ ব্যাটেলিয়নের সামনের রাস্তায় বসে পড়ে বিক্ষোভে সামিল হল স্থানীয় বিধাননগর হাউজ়িং কলোনির বাসিন্দারা । এরই মধ্যে ঘটনাস্থানে আসেন দুর্গাপুর নগর নিগমের ২৫ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দীপঙ্কর লাহা । সেই সময় BJP নেতা দেবাশিস রায় এই অবরোধে বসে পড়েন । ওই হাউজ়িংয়ের বাসিন্দা না হয়েও কেন এই অবরোধে? এই বিষয়ে তাঁর প্রথমে বচসা শুরু হয় দীপঙ্কর লাহার সঙ্গে ৷ পরে BJP নেতাকে ঠেলে সরাতে দেখা যায় কাউন্সিলরকে । দীপঙ্কর লাহার অভিযোগ, জলের সমস্যা বিধাননগরে দীর্ঘদিন ধরেই । এলাকাবাসীর ক্ষোভ যুক্তিসংগত । কিন্তু BJP নেতারা নোংরা রাজনীতি করছেন । " অন্যদিকে, BJP-র পক্ষ থেকে বলা হয় তাঁরা মানুষের জন্য এসেছেন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.