COVID Surge in Bengal : কোভিড সচেতনতা শূন্য, দুর্গাপুরে গ্রামীণ হাট-বাজারে নেই মাস্কের ব্যবহার - COVID restriction violation in Durgapur
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকের গ্রামীণ হাটগুলিতে করোনার এত দ্রুত সংক্রমণ দেখেও বিন্দুমাত্র সচেতনতা দেখা যাচ্ছে না মানুষের মধ্যে (COVID restriction violation in Durgapur) ৷ দুর্গাপুর ফরিদপুর ব্লকের কাঁটাবেড়িয়া বা পাণ্ডবেশ্বর, কাঁকসায় সাপ্তাহিক হাটে উপচে পড়া ভিড় সকাল থেকেই । ক্রেতা ও বিক্রেতাদের মুখে দেখা যাচ্ছে না মাস্ক । দূরত্ববিধি তো শিকেয় । দেখা নেই পুলিশ-প্রশাসনেরও ৷ ক্যামেরা দেখতেই কিছু ক্রেতা-বিক্রেতা মুখ ঢাকার চেষ্টা করেন । রাজ্যজুড়ে রোজই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । তবুও সচেতনতা অভাব মানুষের মধ্যে ৷ কোনও সচেতনতা প্রচারও দেখা যাচ্ছে না, যার জেরে বাড়ছে উদ্বেগ ।
TAGGED:
COVID Surge in Bengal